কোপা ইতালিয়ার শিরোপা জিতে নিল জুভেন্টাস

কোপা ইতালিয়ার শিরোপা জিতে নিল জুভেন্টাস

এবারের মৌসুমটা নিশ্চয় ভুলে যেতে চাইবে জুভেন্টাসের সমর্থকরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর, দীর্ঘ ৯ বছর পর হাতছাড়া হয়েছে ঘরের টুর্নামেন্ট সিরি 'আ'র শিরোপা। শুধু শিরোপা হাতছাড়া তা নয় সাথে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করতে হলে শেষ ম্যাচে জিতা ছাড়া উপায় নেই। তবে মৌসুম শেষ হওয়ার আগে আনন্দের উপলক্ষ্য পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। সাসসুয়োলোর মাঠ চিত্তা দেল ত্রিকোলোরে আতালান্টাকে ২–১ গোলে হারিয়ে দুই মৌসুম পর ইতালিয়া বা ইতালিয়ান কাপ জিতেছে আন্দ্রেয়া পিরলোর দল। এটা ছিল তুরিনের ওল্ড লেডিদের রেকর্ড ১৪তম কোপা ইতালিয়ার শিরোপা জয়। অন্যদিকে কোচ আন্দ্রেয়া পিরলোর প্রথম শিরোপা।

ইতালিয়ান কাপের ১৪তম শিরোপা জিততে বেশ কষ্ট করতে হয়েছে রোনালদোর জুভেন্টাসের। ম্যাচের শুরু থেকেই আক্রমন করতে থেকে আটলান্টা। শুধু আক্রমন নয় বল দখলেও বেশ এগিয়ে ছিল তারা। ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে আটলান্টা। ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল আতালান্টাই। প্রথম ৫ মিনিটের মধ্যেরই দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দলটি। সুযোগ মিসের কারণে লিড নিতে পারেনি আটলান্টা। উল্টো ম্যাচের ৩১ মিনিটের সময় দিয়ান ক্লুসেভেস্কি গোল করে এগিয়ে এনে দেন জুভেন্টাসকে। অবশ্য প্রথমার্ধের বিরতিতে যাওয়ার মিনিট চারেক আগেই ৫৮ বছর ধরে বড় কোন শিরোপা না জেতা আটলান্টার হয়ে সমতা ফেরান রুসলান মালিনভস্কি। ফলে সমতায় থেকেই শেষ হয় ম্যাচের অর্ধেক।

বিরতির পর ৭৩ মিনিটে জুভেন্টাসের হয়ে কুলুসেভস্কির পাস থেকে অসাধারণ এক গোল করেন ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো চিসে। এটা ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার ১৩তম গোল। শেষ পর্যন্ত তার গোলেই জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় শিরোপা জয়। শেষ বাঁশি বাজার পর বাধভাঙা উল্লাসে মাতেন জুভেন্টাসের খেলোয়াড়েরা। কোপা ইতালিয়ার শিরোপা যেন ৪২তম জন্মদিনের উপহার হিসেবেই পেলেন পিরলো। এছড়া সম্ভাব্য বিদায় উপহার পেলেন জিয়ানলুইজি বুফনও। হয়তো এই ম্যাচটিই জুভের জার্সি গায়ে শেষ ম্যাচ হয়ে থাকতে পারে কিংবদন্তী গোলরক্ষকের।

মন্তব্যসমূহ (০)


Lost Password