অ্যাশেজ নাও খেলতে পারেন জস বাটলার

অ্যাশেজ নাও খেলতে পারেন জস বাটলার
MostPlay

খুব শিগগিরই দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। সম্ভবত খেলতে পারবেন না ভারতের বিপক্ষে চলতি সিরিজের বাকি তিন টেস্টেও। এমনকি একই কারণে আইপিএলের বাকি অংশ থেকে নাম সরিয়ে নিয়েছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলবেন তিনি। আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে যাবে ইংল্যান্ড। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার জন্য অ্যাশেজ সিরিজ খুব গুরুত্ব বহন করে। কিন্ত এবারের অ্যাশেজে অংশগ্রহণ নাও করতে পারেন বাটলার এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা শেষ হতে না হতেই অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে যাবে ইংল্যান্ড। অর্থাৎ দুই ফরমেটেই (টেস্ট এবং টি-টোয়েন্টি) যারা আছেন, তাদের চার মাসের মতো ঘরের বাইরে থাকতে হবে। এছাড়া অস্ট্রেলিয়া বরাবরই সব ব্যাপারে একটু খুঁতখুঁতে। করোনার এই সময়টায় বাংলাদেশ সফরে আসার আগে একগাদা শর্ত জুড়ে দিয়েছিল তারা। অস্ট্রেলিয়াতেও করোনা বিধি বেশ কঠোর। করোনা নিয়ন্ত্রণে তাদের সীমান্ত বন্ধ করেছে। ফ্লাইট সীমিত করার পাশাপাশি দেশে ফেরত আসা নাগরিকদের জন্য ১৪ দিনের আইসোলেশন বাধ্যতামূলক করেছে। এসব শর্ত জারি থাকলে পরিবারকে সঙ্গে পাওয়া দুষ্কর। এত দিন বায়ো-বাবলে থাকা কঠিন মনে করছেন বাটলার।

পরিবারের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া যায়, সেজন্য অনুরোধ জানিয়েছেন বাটলারসহ অনেক ইংলিশ ক্রিকেটার। ইংল্যান্ড বোর্ডও আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু যদি সেটা সম্ভব না হয়? এমতাবস্থায় অ্যাশেজ সিরিজ থেকে সরে যেতে পারেন, ইঙ্গিত দিয়ে বাটলার বলেন, কোভিড সবার জন্য আসলেই খুব চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ায় খুব কঠোর নিয়ম। যতদিন আমরা (অস্ট্রেলিয়া সফরের) আরো তথ্য না পাব, আসলে কী করব, সিদ্ধান্ত নেয়া অসম্ভব।

মন্তব্যসমূহ (০)


Lost Password