ওয়েলসকে সাথে নিয়ে শেষ ষোলতে ইতালি

ওয়েলসকে সাথে নিয়ে শেষ ষোলতে ইতালি

ইউরো ২০২০ গ্রুপ ‘এ’ থেকে ওয়েলসকে সাথে নিয়ে শেষ ষোল নিশ্চিত করলো ইতালি। ‘এ’ গ্রুপ থেকে আগেই শেষ ষোল নিশ্চিত করেছিল ইতালি। কাল ইতালির বিপক্ষে ১-০ গোলে হেরেও তাদের সঙ্গী হল ওয়েলস। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অপরদিকে ইতালির সংগ্রহ তিন ম্যাচ থেকে পুর্ণ ৯ পয়েন্ট।

রোববার রাতে ইতালির অলিম্পিকো স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েলস। প্রথম দুই ম্যাচ জিতে নির্ভার ভাবেই মাঠে নামে ইতালি। তবে কিছুটা চিন্তা সাথে নিয়েই মাঠে নামে বেলরা। শুরু থেকেই কিছুটা ডিফেন্স আগলে খেলতে থাকে ওয়েলস। সেই সুযোগে আক্রমন করতে থাকে ইতালি। প্রথমার্ধেই সফল হয়ে যায় তারা। ম্যাচের ৩৯ মিনিটে মাতেও পেসিনা গোল করে এগিয়ে নেয় ইতালিকে। এই এক গোলেই জয় নিশ্চিত হয় ইতালির। ম্যাচের ৫৫ মিনিটের সময় ওয়েলসের ইথান আম্পাদু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের ওয়েলসকে পেয়েও ব্যাবধান বাড়িয়ে নিতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি। গ্রুপ পর্বের তিন ম্যাচে তিন জয় নিয়েই শেষ ষোল নিশ্চিত করেছে ইতালি। অপরদিকে ইতালির কাছে হারলেও গোল ব্যাবধানের কারণে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোল নিশ্চিত করে গ্যারেথ বেলের ওয়েলস।

সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়েও শেষ ষোল নিশ্চিত হয়নি সুইজারল্যান্ডের। শেষ ম্যাচে সুইজারল্যান্ড তুরস্ককে ৩-১ গোলে পরাজিত কক্রে। কিন্ত গোল ব্যাবধানের কারণে তারা ওয়েলসের পিছনে রয়েছে। তবে তাদের আশা এখনও শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থানে থাকা সেরা দল হিসেবে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে আছে শাকিরিদের।

মন্তব্যসমূহ (০)


Lost Password