জর্ডানের ড্রোন ভূপাতিত করার দাবি- ইসরায়েল

জর্ডানের ড্রোন ভূপাতিত করার দাবি- ইসরায়েল
MostPlay

১৮ মে (মঙ্গলবার) এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় জানায়, জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে।

‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

১০ মে থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত যার মধ্যে ৫৮ শিশু রয়েছে। তবে ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলিদের জবাব দিচ্ছে।

ফিলিস্তিনিদের ওপর নতুন করে হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তের দেশগুলোর জনগণও প্রতিবাদ জানাচ্ছেন। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছে। 

দিন দিন যুদ্ধের দামামা বেজে উঠছে ফিলিস্তিনের মাটিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password