চলতি বছরই হবে ভারত-পাকিস্তান সিরিজ!

চলতি বছরই হবে ভারত-পাকিস্তান সিরিজ!

ক্রিকেট বিশ্বের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশেষ কিছু। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে দুই দেশের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ আছে। তবে এবার সেই অচলাবস্থার নিরসন হচ্ছে। সব ঠিক থাকলে চলতি বছরই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে দুই দল। 

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুস্থতা কামনা করে টুইট করেন। এর প্রতিক্রিয়ায় ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রত্যাশা করে টুইট করেছিলেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন। তখন থেকেই গুঞ্জন ওঠে, কিছু একটা হতে চলেছে। 

পিটারসেনের আশাবাদী টুইটের ঠিক পরেই পাকিস্তানি সংবাদ মাধ্যেম খবর প্রকাশিত হয় যে, চলতি বছরে ৬ দিনের সংক্ষিপ্ত সফরে ভারত যাবে পাকিস্তান। এই সফরে তিনটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্তা প্রাথমিকভাবে দু’দেশের ক্রিকেট বোর্ডের মাঝে সিরিজ নিয়ে আলোচনার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে, এবছরই দু’দেশের একটি সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে। সিরিজের জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

আরো শোনা যাচ্ছে যে, আইসিসির আসন্ন বৈঠকে ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা হবে। সেখানেই সংক্ষিপ্ত এই সিরিজে সিলমোহর দেয়া হতে পারে। অবশ্য পিসিবি চেয়ারম্যান এহসান মানি এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মন্তব্যসমূহ (০)


Lost Password