নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৬৪ জন করোনা রোগী শনাক্ত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৬৪ জন করোনা রোগী শনাক্ত

করোনা পরিস্থীতি মোকাবেলায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। তারপরেও দিন দিন খারাপের দিকেই যাচ্ছে করোনা পরিস্থীতি। প্রতিদিন নিত্য নতুন সক্রমণের রেকর্ড হচ্ছে। নারায়ণগঞ্জঅ ব্যাতিক্রম নয়। প্রতিদিন বাড়ছে করোনা রোগী। কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে নারায়ণগঞ্জে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা না গেলেও নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নমুনা ৪২৩ জনের নমুনায় আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৪৬ জনের।

নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৫১ জন, নারায়ণগঞ্জ সদরে ২৪ জন, বন্দর এলাকায় ৪২ জন, সোনারগাঁয়ে ১৪ জন, আড়াইহাজারে ১১ জন ও রুপগঞ্জে ২২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের মতে গত ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি।করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ২শ ২৫ জনের মৃত্যূ হয়েছে নারায়ণগঞ্জ শহরে।

এখন পর্যন্ত আড়াইহাজারে ৪ জন, বন্দর এলাকায় ১০ জন, সিটি কর্পোরেশন এলাকায় ১১৫ জন, রুপগঞ্জে ১৪ জন, নারায়ণগঞ্জ সদরে ৪৪ জন এবং সোনারগাঁয়ে ৩৮ জন মারা গেছেন। নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য প্রকাশিত দৈনিক প্রতিবেদনে আজ আজ মঙ্গলবার (৬ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password