নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন ১৯২ জন করোনা রোগী শনাক্ত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন ১৯২ জন করোনা রোগী শনাক্ত

লকডাউন শিথিল করার পর থেকে করোনা পরিস্থীতি তোয়াক্কা না করেই মানুষ চলাচল করছে। রাস্তা ঘাটে বের হলে কারও বোঝার উপায় নেই আমাদের দেশে করোনা পরিস্থীতি কতটা খারাপ দিকে যাচ্ছে। নারায়ণগঞ্জও এর ব্যাতিক্রম নয়। এইভাবে যদি সবাই স্বাস্থ্য বিধির পালন না করে চলাফেরা করে থাকে তাহলে আমাদের অবস্থা আরও ভয়ংকর হতে পারে। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নমুনা ৫৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয় যার মধ্যে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯২ জন। গত দুই দিনের তুলনায় আজ করোনা রোগী কম শনাক্ত হয়েছে। গত দুই দিনের তলনায় নমুনা সংগ্রহ কম হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৬ হাজার ৯৫৪ জন।

মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ২৭ হাজার ১২৯ জনের। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৮৭ জন, নারায়ণগঞ্জ সদরে ৭৮ জন, বন্দর এলাকায় ১৩ জন, সোনারগাঁয়ে ৭ জন, আড়াইহাজারে ১ জন ও রুপগঞ্জে ৬ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের মতে গত ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সরকারি হিসেব অনুসারে সব মিলিয়ে ২শ ৩৬ জনের মৃত্যূ হয়েছে নারায়ণগঞ্জ শহরে। এখন পর্যন্ত আড়াইহাজারে ৪ জন, বন্দর এলাকায় ১০ জন, সিটি কর্পোরেশন এলাকায় ১২১ জন, রুপগঞ্জে ১৪ জন, নারায়ণগঞ্জ সদরে ৪৫ জন এবং সোনারগাঁয়ে ৪২ জন মারা গেছেন। নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য প্রকাশিত দৈনিক প্রতিবেদনে আজ আজ রবিবার (১৮ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password