নারায়ণগঞ্জে আড়াইহাজারের ইউএনও এবং নিবার্হী ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজনের স্বাক্ষর জাল, গ্রেফতার ২

নারায়ণগঞ্জে আড়াইহাজারের ইউএনও এবং নিবার্হী ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজনের স্বাক্ষর জাল, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইউএনও এবং নিবার্হী ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ওই উপজেলার কল্যান্দী গ্রামের আফছার উদ্দিনের ছেলে মনির হোসেন, ভৈরবদী গ্রামের রাজ্জাকের ছেলে গাফফার। মঙ্গলবার রাতে কল্যান্দী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আড়াইহাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, মনির কল্যান্দী বাজারে ওষুধের ব্যবসা করে। ব্যবসার আড়ালে সে উপজেলা ও ইউনিয়নের ভূমি কর্মকর্তা-সচিবদের স্বাক্ষর জাল করে ব্যাংক থেলে লোন তোলাসহ বিভিন্ন অপরাধ করেছিল। মঙ্গলবার বিকেলে তার সহযোগী গাফফার ভূমি কর্মকর্তার অফিসে কাগজপত্র যাচাই করতে গেলে সন্দেহবশত তাকে আটক করা হয়। তার কাছ থেকে নকল সিল, স্ট্যাম্প ও ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। পরে গাফফারের দেয়া তথ্যে মনিরকে আটক করা হয়। দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password