নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২ শতাধিকের বেশি

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২ শতাধিকের বেশি

দিন দিন নারায়ণগঞ্জ শহরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রামণ ঠেকাতে গত ১৬ দিন যাবত চলছে নারায়ণগঞ্জ শহরে কঠোর বিধিনিষেধ। কিন্ত কিছুতেই ঠেকানো যাচ্ছেনা করোনার ঊর্ধ্বগতি। যেখানে এক সপ্তাহ আগে প্রতিদিন সংক্রামণের সংখ্যা ছিল পঞ্চাশের নীচে সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রন্ত হয়েছেন ২শ ৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ শহরে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৪৬ জনের।

মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ২০ হাজার ৭৮৯ জনের। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৪৯ জন, নারায়ণগঞ্জ সদরে ২৯ জন, বন্দর এলাকায় ৫৩ জন, সোনারগাঁয়ে ২৩ জন, আড়াইহাজারে ৮ জন ও রুপগঞ্জে ৪১ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের মতে গত ২৪ ঘন্টায় সোনারগাঁয়ে ৭০ বছর বয়সী এক নারীর মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ২শ ২৮ জনের মৃত্যূ হয়েছে নারায়ণগঞ্জ শহরে। এখন পর্যন্ত আড়াইহাজারে ৪ জন, বন্দর এলাকায় ১০ জন, সিটি কর্পোরেশন এলাকায় ১১৭ জন, রুপগঞ্জে ১৪ জন, নারায়ণগঞ্জ সদরে ৪৪ জন এবং সোনারগাঁয়ে ৩৯ জন মারা গেছেন। নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য প্রকাশিত দৈনিক প্রতিবেদনে আজ আজ বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password