দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা; নিহত-২

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা; নিহত-২

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১৬ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শ্রীপুরের মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল (৪০) ও একই উপজেলার ভিটিপাড়া গ্রামের মৃত আঃ বাতেনের ছেলে কালাম (৩৮)। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে কাজল ও কালাম একই মোটরসাইকেল যোগে রাজাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এসময় কাজল মোটরসাইকেল চালাচ্ছিল। শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই কাজল মারা যায়। স্থানীয়রা কালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাবাড়ী আল-রাজ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password