গজারিয়ায় নদী দখল ও দূষণের কবলে

গজারিয়ায় নদী দখল ও দূষণের কবলে

গজারিয়ায় উপজেলা  বিভিন্ন  এলাকায় প্রভাবশালী একটি  মহল , ও এলাকার স্থানীয় প্রভাবশালী লোকেরা বালু দিয়ে ভরাট করছে শাখা নদী। কারা করছে দিনের পর দিন একটু একটু করে অথবা একেবারে রাতের আধারে কিংবা গোপনে স্হানীয় প্রবাবশালী সন্ত্রাসীদের হাত করে নদী দখল এ প্রশ্ন এলাকাবাসীর মধ্যে। 

যেখানে দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষা ও পরিবেশের ভারসাম্য তথা জলবায়ু রক্ষায় দেশের নদ নদীর প্রবাহের দিক সর্বচ্চ গুরুত্ব দিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। 

সেখানে একধরনের অসাধু মুনাফা ভোগী সুযোগ সন্ধানিরা শিল্পায়নের নামে নদী ভরাটের মহা উৎসব মেতে উঠেছে। 

গজারিয়ায় উপজেলায় বিভিন্ন যায়গায় সরজমিন যেয়ে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি নদী গিলে খাওয়ার মতে হয়েছে । 

যার ফলে বড় বড় শাখা নদী গুলো হয়ে যাচ্ছে এখন ছোট শুরু খালে। অন্য দিকে কোম্পানির দুষিত পানি পরিশোধন না করে নদীতে অবৈধ্য ভাবে ফেলা হচ্ছে ও কারখানার বর্জ্য ও নদীতে ফেলা হচ্ছে যা আইনি ভাবে শতোভাগ বেআইনি। সেই সকল কোম্পানির তালিকা তৈরি করে যাথাযত ব্যাস্হা গ্রহনের জন্য বিনিত  অনুরোধ করেন এলাকাবাসী সহ এলাকার সচেতনমহল।   


মন্তব্যসমূহ (০)


Lost Password