মানিকগঞ্জে সিংগাইরে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জে সিংগাইরে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

আদালতের পিপি আব্দুস সালাম জানান, প্রেম করে ২০১৩ সালে একই গ্রামের রোকেয়া আক্তারকে বিয়ে করেন উজ্জ্বল। বিয়ের চার মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন রোকেয়া। এরপর থেকে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ২০১৪ সালের ২৫ আগস্ট রাতে রোকেয়ার মৃত্যু হয়। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন গিয়ে দেখে রোকেয়ার মরদেহ বাইরে ফেলে রাখা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন। ওই ঘটনায় পরদিন উজ্জ্বল মিয়া, তার বাবা জালাল উদ্দিন, মা হাজেরাকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই মো. শুকুর আলী।

তিনি আরো জানান, ২০১৫ সালে ২৮ মে স্বামী উজ্জ্বলকে একমাত্র আসামি করে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ৭ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি গৃহীত হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারক।

মন্তব্যসমূহ (০)


Lost Password