ছাতকে যুবক হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

ছাতকে যুবক হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

ছাতকে এক যুবককে হত্যা করে লাশ গুমের ঘটনায় জড়িত সন্দেহে স্বামী-স্ত্রী দু’জনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আটক খসরু মিয়া উরফে তাজুল (৫৫) শহরের লেবারপাড়া (দক্ষিণ বাগবাড়ী) এলাকার মৃত রশিদ আলীর পুত্র। তার স্ত্রী সুফিয়া বেগমকেও আটক করা হয়।  বিকেলে পুলিশ অভিযান চালিয়ে লেবারপাড়া এলাকার বাড়ি থেকে তাদের আটক করে। আটক খসরু মিয়া উরফে তাজুলের মূল বাড়ী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর এলাকায়।

প্রসঙ্গত, পৌরসভার ৫নং ওয়ার্ডের লেবারপাড়া (দক্ষিণ বাগবাড়ী) এলাকার একটি পুকুর পাড় সংলগ্ন জমি থেকে গত ৪ মার্চ দুপুরে আনুমানিক ২২ বছর বয়সী এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এ লাশের পরিচয় এখনো খুঁজে পাওয়া যায়নি। যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে ছাতক থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। খবর পেয়ে পরদিন পুলিশ ইনভেষ্টিকেশন ব্যুারো (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ হত্যাকাণ্ডের সূত্র ধরেই শনিবার স্বামী-স্ত্রী দু'জনকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান (পিপিএম) জানান, আসামী খসরু মিয়া তাজুল বিজ্ঞ আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্ধি দিয়েছে। হত্যা কান্ডের ব্যাপারে আরো তথ্য সংগ্রহের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password