নদী ভাঙন প্রতিরোধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নদী ভাঙন প্রতিরোধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
MostPlay

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে মহানন্দা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেবীনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভাঙন কবলিত এলাকার অধিবাসী আজিজুর রহমানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, শিক্ষক মোস্তাফিজুর রহমান ও নাইমুদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্রনেতা দানেশ আলী প্রমুখ।

এ সময়ে বক্তারা বলেন, প্রতি বছর অবিরত মহানন্দা নদী ভাঙনে দেবীনগর ইউনিয়নের অসংখ্য ঘরবাড়ি, স্কুল-মাদ্রাসা, হাট-বাজার ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এ অঞ্চলের মানুষের কান্না আর হাহাকারের চিত্র দিন দিন বেড়েই চলছে। ভূমিহীন হচ্ছে হাজার হাজার পরিবার।

তাই দ্রুত এ অঞ্চলকে রক্ষা করতে ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ দিতে হবে। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password