মার্ডারসহ নয়টি মামলা কাঁধে নিয়েও অধরা হাতিয়ার সরোয়ার

মার্ডারসহ নয়টি মামলা কাঁধে নিয়েও অধরা হাতিয়ার সরোয়ার

নোয়াখালী জেলার হাতিয়া পৌরসভার বাসিন্দা গোলাম সরোয়ারের বিরুদ্ধে হাতিয়া থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, জলদস্যুতা, মারামারি, চেকপ্রতারণা ও নারী নির্যাতনে ৯টি মামলা রয়েছে। 

থানায় এত মামলা থাকার পরও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ রয়েছে। যদিও ৯টি মামলা কাঁধে নিয়ে তিনি চট্টগ্রামের আগ্রাবাদে আত্মগোপনে রয়েছেন। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অধরা এখনো হাতিয়ার কথিত দালাল গোলাম সরোয়ার!

যদিও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি অস্বীকার করেন। তবে প্রতারক সরোয়ারকে গ্রেফতারে ভুক্তভোগিরা মহানগর ডিবি পুলিশের সহযোগিতা চেয়েছেন।

জানা যায়, বহু মামলার আসামি গোলাম সারোয়ার নোয়াখালি জেলার হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পিতা মৃত মোস্তাফিজুর রহমানের পুত্র। যার বিরুদ্ধে হাতিয়া থানায় জিআর মামলা নং-২৫০/১৬, জিআর মামলা নং-৮০/১৭, জিআর মামলা নং-১৯২/১৬, জিআর মামলা নং-৯৩/১৭, জিআর মামলা নং-১৮৬/১৭, জিআর মামলা নং-২৫০/১৭, জিআর মামলা নং-২৮৭/১৭, জিআর মামলা নং-২৬২/১৬, জিআর মামলা নং-৮১/১৭সহ মোট ৯ টি মামলা রয়েছে। বেশির ভাগ মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

হাতিয়ার পৌরসভার লোকজন জানান, সরোয়ারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা করলেও পুলিশের কাছে সবসময়ই সে অধরা। মাঝে মাঝে প্রকাশ্যে দেখা মিললেও পুলিশ তাকে খুঁজে পায় না। নাম প্রকাশে অনিচ্ছুক হাতিয়া পৌর আওয়ামী লীগের একাধিক নেতা জানান, গোলাম সরোয়ার এতোটাই বেপরোয়া যে তাকে কেউ থামাতে পারছেন না। এক সময় থানার দালালি করতেন। সে একজন পেশাদার দালাল ও প্রতারক হিসাবে এলাকা বাসি জানে। সে সুযোগ পেলেই টাকা পয়সা হাতিয়ে দেই। সে দুবছর যাবত হাতিয়া আসে না। আসলেও চুরি করে এসে চলে যায়। তার বিরুদ্ধে থানা পুলিশের পাশাপাশি মানুষেরও বিভিন্ন অভিযোগ রয়েছে। চট্টগ্রামে বর্তমানে সে পতিতার দালালি করে জীবন নির্বাহ করে। 

জানা যায়, বর্তমানে তিনি চট্টগ্রামে অবস্থান করে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। সাগরে জলদস্যুতার অন্যতম মূল হোতা হিসেবে কাজ করেন। বিভিন্ন সময়ে সে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে সরকারি অফিসে সুবিধা ভোগ করেন। পরিচয় দেন আওয়ামী লীগ নেতা। হাতিয়া উপজেলার একাধিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ওর সম্পর্কে বিরুপ মন্তব্য করেন।

জেলা পুলিশের এক উধর্বতন কর্মকর্ত জানান, মামলা ও ওয়ারেন্ট থাকলে পুলিশ তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। আইন সবার জন্য সমান, আইনের ঊর্ধ্বে কেউ নন, এমনকি গোলামও না। তার বিরুদ্ধে থানার মামলাগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। 

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দানকারী গোলাম সরোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার অভিযোগপত্র পুলিশ ইতোমধ্যে আদালতে দাখিল করেছে। গ্রেফতার এড়াতে সরোয়ার প্রায়ই আত্মগোপনে থাকে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়াও থানায় তার বিরুদ্ধে আরও বহু সাধারণ ডায়েরী( জিডি) আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password