রাজধানী উত্তরা-আজমপুরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে এই পরিস্থিতি তৈরি হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর উত্তরা ও আজমপুরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এ সময় এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
একপর্যায়ে উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা ও আজমপুর। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে উত্তরায় জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বেলা ১১টার দিকে উত্তরা হাই স্কুলের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ওই বিক্ষোভ সমাবেশে যোগ দেন আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এসময় বিএনএস সেন্টারের সামনের সড়কে এসে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন