কিশোরগঞ্জে লিচুবাগানে মধু চাষ

কিশোরগঞ্জে লিচুবাগানে মধু চাষ

মুকুলে মুকুলে ভরে গেছে পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামের লিচুর বাগান। মুকুল থেকে মধু সংগ্রহ করতে এগাছ-ওগাছে উড়ে বেড়াচ্ছে মৌমাছি। আর মৌচাষিরা লিচুগাছের তলায় বাক্স বসিয়ে মুকুল থেকে মধু সংগ্রহ করতে শুরু করছেন।

লিচুচাষি মো. মোখলেছুর রহমান বলেন, আমাদের লিচু চাষের পাশাপাশি মধুচাষিরাও মৌমাছির মাধ্যমে লিচু ফুল থেকে মধু সংগ্রহ করছেন।মৌ খামারি ছফির উদ্দিন লিমন বলেন, চার বছর ধরে মধু সংগ্রহ করছি। ৫০০ টাকা দরে এক কেজি মধু বিক্রি করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন বলেন, এ গ্রামে প্রায় ৪ হাজার লিচুগাছ রয়েছে। মৌমাছির চাষ লিচুবাগানের জন্য খুবই উপকারী। এতে লিচু ফুলের পোকামাকড় অনেকাংশে কমে যাবে, লিচুর ফলনও বৃদ্ধি পাবে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password