হানি সিংহের বাবার নামে যৌন হয়রানির অভিযোগ করেছেন তারই পুত্রবধু

হানি সিংহের বাবার নামে যৌন হয়রানির অভিযোগ করেছেন তারই পুত্রবধু

২০১৪ সালে একটি রিয়্যালিটি শোয়ে শালিনীকে প্রকাশ্যে এনেছিলেন ভারতের অন্যতম র‌্যাপ গানের শিল্পী হানি সিং। পরে দুজনের বিয়ে হয় আবার মধুচন্দ্রিমার দিন কাটাতে যান মরিশাসে। আর সেখান থেকেই নাকি আচমকা হানির ব্যবহারে পরিবর্তন লক্ষ করেন শালিনী।

এর পর নানা অভিযোগের ভিত্তিতে শালিনী তলোয়ার ১২০ পাতার অভিযোগপত্র জমা দিয়েছেন স্বামী, র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহের বিরুদ্ধে। তাঁর মূল অভিযোগ, তিনি গার্হস্থ্য হিংসা, যৌন হেনস্থা এবং সম্পত্তি থেকে বঞ্চনার শিকার। দিল্লির তিশ হাজারি কোর্টে গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইনের অধীনে একটি আবেদন জমা দিয়েছেন তিনি।

মঙ্গলবার ভারতের  চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তানিয়া সিংহের এজলাসে তাঁর মামলা ওঠে।

২০১১ সালে শালিনী এবং হানি মরিশাসে যান মধুচন্দ্রিমায়। অভিযোগ, সেখান থেকেই আচমকা হানির ব্যবহারে পরিবর্তন লক্ষ করেন শালিনী। তিনি এ ব্যাপারে জিজ্ঞেস করলে হানি নাকি তাঁকে বিছানায় ছুড়ে ফেলে দিয়ে বলেন, ‘‘আমি বিয়ে করতে চাইনি। তোমায় কথা দিয়েছিলাম, তাই বিয়ে করতে হয়েছে।’’ তার পর থেকে শালিনীকে তাঁর সঙ্গে কোথাও নিয়ে যেতে চাইতেন না হানি। এক বার হানির ফোনে এক মহিলার সঙ্গে আপত্তিকর ছবিও নাকি উদ্ধার করেন তাঁর স্ত্রী। অভিযোগ, জবাব চাইলে শালিনীকে মারধর করেন গায়ক। শুধু তাই নয়, এর পর থেকে নাকি ভিন্ন ভিন্ন মহিলার সঙ্গে গায়কের ছবি দেখতে পান শালিনী।

তা ছাড়া নিজের বিয়ের আংটিও নাকি লুকিয়ে রাখতেন হানি। বাহিরে কাউকে জানতে দিতে চাইতেন না যে তিনি বিবাহিত। এক বার তাঁদের বিয়ের কিছু ছবি অনলাইনে ফাঁস হয়ে যায়। শালিনী জানিয়েছেন, তিনি সে বিষয়ে কিছুই জানতেন না, কিন্তু তাঁর স্বামী তাঁকে সন্দেহ করে মারধর করেন। এমনকি তার পরে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের দিয়ে সেই ছবিগুলিকে নাকি কেটে ছেঁটে অন্য রকম করে দেন, যাতে মনে হয়, সেই ছবিগুলি আসলে কোনও ছবির সেটে তোলা।

এ ছাড়াও শালিনীর দাবি, কেবল হানি নন, তাঁর মা, বাবা এবং বোনও তাঁকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন। হানি একাধিক নারীর সঙ্গে সঙ্গম করেছেন বলেও অভিযোগ করেন তাঁর স্ত্রী। শালিনী জানিয়েছেন, এক বার তাঁর শ্বশুর মত্ত অবস্থায় তাঁর ঘরে ঢুকে পড়েন। সেই সময়ে শালিনী পোশাক ছাড়ছিলেন। বেরিয়ে যেতে বললেও যান না। বৌমাকে যৌন হেনস্থাও করেন।

শালিনীর তরফে তিন আইনজীবী সন্দীপ কপূর, অপূর্ব কশ্যপ এবং জিজি কশ্যপ আদালতে হাজির হয়েছিলেন। ২৮ আগস্টের মধ্যে হানি সিংহকে জবাবদিহির নির্দেশ দিয়েছে আদালত। শালিনীর পক্ষে একটি অন্তর্র্বতীকালীন আদেশ দিয়েছে আদালত। যার সরমর্ম, আপাতত হানি সিংহ তাঁদের যৌথ মালিকানাধীন সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

২০১৪ সালে একটি রিয়্যালিটি শোয়ে শালিনীকে প্রকাশ্যে এনেছিলেন হানি। বেশ কয়েক বছর বিরতির পর নতুন করে কাজ শুরু করেছেন হানি। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না গায়কের।

তথ্য সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা

মন্তব্যসমূহ (০)


Lost Password