রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ রানে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। আর এর মাধ্যমে টুর্নামেন্টটিতে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে ভারত ও দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষে হেরেছিল মোহাম্মদ রফিকের দল। বুধবারের ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডস প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৮০ রান তোলে। বাংলাদেশ লিজেন্ডস ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে।
লঙ্কানদের হয়ে ম্যাচটিতে সর্বোর্চ্চ ৯৯ রান করেন উপুল থারাঙ্গা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার তিলকারত্নে দিলশান। অপরদিকে বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট তুলে নেন মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রফিক ও রাজিন সালেহ।
অপরদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার মোহাম্মদ রাজিউদ্দিন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। আর শ্রীলঙ্কার হয়ে ২১ রান খরচ করে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন দিলশান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন