১৬ তম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্যে সুখবর

১৬ তম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্যে সুখবর
MostPlay

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)-এর ১৬ তম নিবন্ধনের চাকরি প্রার্থীদের জন্যে সুখবর দিয়েছেন এনটিআরসিএ-এর একজন নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধতন কর্মকর্তা। অবশেষে দীর্ঘ ৩ বছর ধরে চলমান প্রতিযোগিতামূলক পরীক্ষার অবসান হতে যাচ্ছে চূড়ান্ত ফলাফলের মাধ্যমে। তিনি জানান “আমরা ১৬ তমদের নিয়ে কাজ করছি। করোনা মহামারির কারণে আমাদের অফিসিয়াল কাজ বন্ধ রাখতে হয়েছে দীর্ঘ দিন। এখন সবকিছু পুরোদমে শুরু হয়েছে। অক্টবরের যেকোনো সময় ১৬ তমদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে।” 

তিনি আরো বলেন, “৩য় গণবিজ্ঞপ্তিতে আমাদের অনেক শূন্যপদে কোনো আবেদনই পড়েনি। এর সংখ্যা বেশ ভালোই। উক্ত শূন্যপদগুলো নিয়ে এবং নতুনভাবে সৃষ্ট শূন্যপদের সমন্বয়ে আরেকটি গণবিজ্ঞপ্তির কাজ অলরেডি চলমান। আশা করা যায় কয়েক মাসের মধ্যেই ৪র্থ গণবিজ্ঞপ্তি দেয়া সম্ভব হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি উপলক্ষে আমরা আরেকটি গণবিজ্ঞপ্তি দিবো। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছে। তিনি দেশ থেকে বেকারত্ব দূরীকরণে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে বিশ্ব দরবারে বেশ প্রশংসিত হয়েছেন।”

এ দিকে ৩য় গণবিজ্ঞপ্তিতে সুপিারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভ্যারিফিকেশনের কাজ দ্রুত শেষ হবে এবং ৩৮ হাজার শিক্ষক দ্রুত চাকরিতে জয়েন করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password