দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন ক্রিস গেইল। শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে দলে ফেরার কথা রয়েছে ‘ইউনিভার্স বস’ খ্যাত এ তারকা ব্যাটসম্যানের।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুই ম্যাচ খেলেই জাতীয় দলের ডাকে সারা দিয়ে দেশে ফেরেন গেইল।
মার্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে শ্রীলংকা ক্রিকেট দলের। এই সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা রয়েছে গেইলের। ২০১৯ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ আর্ন্তজাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
তবে জাতীয় দলে সুযোগ পেতে হলে অন্যান্য সদস্যদের মতো গেইলকেও ফিটনেস টেস্টে পাশ করতে হবে।
করাচি থেকে ওয়েস্ট ইন্ডিজে ফেরার আগে গেইল বলেছেন, পিএসএল ছেড়ে যাওয়া দুঃখজনক, কারণ পুরো মৌসুম খেলতে চেয়েছিলাম। এখানে এসে টুর্নামেন্টে দাপট দেখাতে চেয়েছিলাম। সমর্থকদের উল্লাসের উপলক্ষ্য উপহার দিতে চেয়েছিলাম। তবে দ্বিতীয় পর্যায়ের জন্য লাহোরে ফিরতে মুখিয়ে আছি আমি।
ক্রিস গেইল জাতীয় দলের হয়ে ৩০১ ওয়ানডে, ১০৩ টেস্ট আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২টি সেঞ্চুরি আর ১০৪টি ফিফটির সাহায্যে ১৯ হাজার ৩২১ রান সংগ্রহ করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন