আত্মঘাতী গোলে জার্মানিকে হারাল ফ্রান্স

আত্মঘাতী গোলে জার্মানিকে হারাল ফ্রান্স

আলিয়াঞ্জ এরেনায় 'এফ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও জার্মানি। দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। গতরাতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের তুলনায় বেশ এগিয়ে ছিল জার্মানি। বল পজিশন, পাস, গোলমুখে শট সবকিছুতেই এগিয়ে ছিল জার্মানি। কিন্ত গোলের মুখ দেখে শেষ হাসিটা কিন্ত হেসেছে ফ্রান্স। দুই বছর পর দলে সুযোগ পাওয়া ম্যাট হুমেলসের আত্মঘাতী গোলেই যে কপাল পুড়েছে জার্মানির।

পুরো ম্যাচের ৬২ শতাংশ বল পজিশন, গোলবারে ১০টি শট নিলেও প্রথমার্ধে কিন্ত ফ্রান্স এগিয়ে ছিল জার্মানির থেকে। ফরাসিরা। ১৫ মিনিটে পল পগবার হেড ক্রসবার উঁচিয়ে গেলে গোল পাওয়া হয়নি দিদিয়ের দেশমের দলের। দুই মিনিট পর কিলিয়ান এমবাপ্পের শট মানুয়েল নয়ার ঝাঁপিয়ে রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন। কিন্ত ২০ মিনিটের মাথায় ম্যাট হুমেলসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। পল পগবার দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে গোলমুখে কিলিয়ান এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা এরনঁদেজ। বিপদমুক্ত করতে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন ডিফেন্ডার হুমেলস, কিন্তু বল চলে যায় জালে। দুই বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হুমেলসের প্রত্যাবর্তনের ম্যাচ হামেলসের জন্য হলো দুঃস্বপ্নের মতো। নিজেদের জালে বল জড়ানোর দুই মিনিটের মাথায় সমতায় ফিরতে পারতো জার্মানি। কিন্ত থমাস মুলার বক্সের মধ্যে বল পেয়েও বাইরে মেরে দেন থমাস মুলার। আত্মঘাতী গোলের বোঝা মাথায় নিয়েই বিরতিতে যায় জোয়াকিম লোর জার্মানি।

বিরতির পর দুই দলই গোল করার একাধিক সুযোগ নষ্ট করে। ৫১তম মিনিটে ফ্রান্সের আদ্রিওঁ রাবিওর শট পোস্টের বাইরের দিকে লাগে। দুই মিনিট পর পালটা আক্রমন থেকে জার্মানির জিনাব্রির জোরালো শট ক্রসবার ঘেঁষে বাইরে যায়। এমবাপে ৬৬তম মিনিটে বাঁকানো শটে জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু বল রিসিভ করার মুহূর্তে অফসাইডে ছিলেন তিনি। ৮৫ মিনিটে আবারও বল জালে পাঠায় ফ্রান্স তবে এবারও গোল উৎসব করা হয়নি তাদের। পগবার থ্রু বলে এমবাপ্পে ফাঁকা পোস্টে বেনজেমাকে গোল বানিয়ে দেন। কিন্তু সংশয় থাকায় রেফারি ভিএআর চেক করে অফসাইড দেন।

শেষ পর্যন্ত ১-০ গলের জয় দিয়েই ইউরো ২০২০ শুরু করলো ফ্রান্স।মৃত্যুকূপ হিসেবে পরিচিত ‘এফ’ গ্রুপের প্রথম রাউন্ডের খেলা শেষে পর্তুগাল ও ফ্রান্সের সমান তিন পয়েন্ট। আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলবে ফ্রান্স। একই দিনে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।

মন্তব্যসমূহ (০)


Lost Password