আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন পাকিস্তানের চার খেলোয়াড়

আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন পাকিস্তানের চার খেলোয়াড়
MostPlay

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে খুব ব্যাস্ত সময় পাড় করছে পাকিস্তান ক্রিকেট দল। করোনার কারণে দীর্ঘদিন তারা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলে যাচ্ছেন। এই কারণে খেলোয়াড়রাও ক্লান্ত বটে। সামনেই টি-টুয়েন্টি বিশ্বকাপ। তাই খেলোয়াড়দের সতেজ রাখার চিন্তাও করতে হছে সকল ক্রিকেট বোর্ডকে। ব্যাতিক্রম নয় পাকিস্তান ক্রিকেট বোর্ডও। খেলোয়াড়দের সতেজ রাখতে আগামী মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ চার খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার চিন্তা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম দেওয়া হচ্ছে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি ও হাসান আলীকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। কোভিড মহামারির পর অন্য যে কোনো দলের চেয়ে বেশি ম্যাচ খেলা দেশের তালিকায় ইংল্যান্ডের পাশে পাকিস্তানকে রাখা যায়। ২০২০ সালের এপ্রিল থেকে বিশ্বের যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রিজওয়ান (৪৪) ও বাবর (৪০)। শাহীন খেলেছেন ৩৭ ম্যাচ। এই বছর ফেরার পর থেকে হাসান আলী সব ফরম্যাট মিলিয়ে ২০টি ম্যাচ খেলেছেন। এছাড়া চার জন খেলোয়াড় পিএসএলের দুটি আসরে খেলেন বায়ো-বাবলে থেকে।

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের এই ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ, তারপরও পিসিবি আত্মবিশ্বাসী এই চারজনের জায়গায় যারা সুযোগ পাবেন তারা প্রত্যেকে আস্থার প্রতিদান দেবেন। আগামী ৩ সেপ্টেম্বর হাম্বানটোটায় শুরু হবে তিন ম্যাচের এই দ্বিপাক্ষিক লড়াই।

মন্তব্যসমূহ (০)


Lost Password