কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন
MostPlay

মিসবাহ ইরান কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা (ক্যাম্প-১৬) রোহিঙ্গা শিবিরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টা ধরে আগুনে পুড়ে গেছে অন্তত ১ হাজার ২০০টি বসতি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক। উখিয়া ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলছে।

তিনি বলেন, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তিনি আরও বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বেসরকারি স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের বিভিন্ন কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password