অবশেষে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

অবশেষে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

করোনার প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রমিয়ার লিগ (আইপিএল)। এদিকে করোনার কারণে ভারত থেকে সবার প্রবেশ নিষেধ ঘোষনা করে অস্ট্রেলিয়ান সরকার। এমনকি যদি ভারত থেকে কেউ অস্ট্রেলিয়াতে প্রবেশ করে তাকে জেলে পাঠানো হবে এমন হুমকি দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া সরকার।

তাই আইপিএল বন্ধ হয়ে গেলেও নিজ দেশে ফিরতে পারছিলেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সরকারের কঠোর নিষেধাজ্ঞার কারণে আইপিএল স্থগিত হওয়ার পর নিজ দেশে ফিরতে না পেরে মালদ্বীপে আশ্রয় নেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সরা। ভীষন অস্বস্তিতে দিন কাটাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং তাদের পরিবার।

অবশেষে স্বস্তি ফিরে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মনে। দীর্ঘ প্রতিক্ষার পর নিজ জন্মভুমিতে ফিরেছে তারা। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় একটি চার্টার ফ্লাইটে করে সিডনিতে পা রেখেছে ক্রিকেটার-কোচ, স্টাফ, টিভি ধারাভাষ্যকারদের ৩৮ জনের বহর।  অস্ট্রেলিয়াতে প্রবেশ করলেই এখনই পরিবারের কারও সাথে দেখা করতে পারছেন না কেউ। সিডনিতে পা রেখেই তারা চলে গেছেন ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে। ১৪ দিন কোয়ারেন্টাইন করার পর তাদের করোনা টেস্ট নেগেটিভ আসলেই নিজ বাড়িতে ফিরতে পারবেন তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password