নরসিংদীর মনোহরদীতে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, তলিয়ে গেলেন বাবাও

নরসিংদীর মনোহরদীতে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, তলিয়ে গেলেন বাবাও

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দীঘাকান্দি গ্রামের মো. জাকারিয়া ফরাজী ও তার সাত বছর বয়সী ছেলে মো. সাজিদ ফরাজী। জাকারিয়া পেশায় একজন কৃষক। এক সঙ্গে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নদীর পাড়ে নিজের কৃষি জমিতে যাচ্ছিলেন জাকারিয়া। এ সময় বাবার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে তার ছেলে সাজিদও। পরে বাবা-ছেলে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যান। একপর্যায়ে কলাগাছের ভেলা দিয়ে নদী পারাপারের সময় পড়ে যায় সাজিদ। ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন জাকারিয়া। এরপর দুজনই তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নদীর মাঝখানে যাওয়ার পর ভেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে দুজনই মারা যান।

মন্তব্যসমূহ (০)


Lost Password