কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) অর্থনীতি ক্লাবের আয়োজনে অর্থনীতি বিভাগের প্রবীণ বিদায়, ইকোনমিকস ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় র্যালির মাধ্যমে ১১টায় অর্থনীতি বিভাগের হলরুমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোসা. আশিকা আক্তার।
প্রধান অতিথি ছিলেন‚ উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম।
উপস্থিত সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম বলেন‚ ‘আমাদের বিভাগের অনেক শিক্ষার্থী দেশে এবং দেশের বাইরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিভাগে বর্তমানে ১৮ তম ব্যাচ ভর্তি আছে। আমরা শীঘ্রই ১৩ তম ব্যাচের ফেয়ারওয়েল প্রোগ্রাম শুরু করবো।
এখানে উপস্থিত ১২ তম ব্যাচের অনেকেই এখন বিভিন্ন চাকুরিস্থলে প্রবেশ করেছে। আমি কামনা করি সবাই যেন সফলতার যোগ্য স্থানে আসীন হয়। আমাদের সবার বন্ধন অটুট থাকুক।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘ইকোনমিকস বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট।
বাংলাদেশ যাদের আমরা এলিট শ্রেণীর দাবি করি তারা অনেকেই ইকোনোমিকস ব্যাকগ্রাউন্ডের। এই ডিপার্টমেন্ট থেকে ই দেশের জন্য অবদান রাখার বিশাল একটা সুযোগ। আজকে যারা ঐখানে উপস্থিত এরাই একদিন দেশের এলিট শ্রেণীর অংশ হতে যাচ্ছে।’ এছাড়াও তিনি আরও বলেন, ‘আমাদের বর্তমান শিক্ষা ব্যাবস্থাটা ‘ওবিই’ কারিকুলামের যেটা আমাদের শিক্ষার্থীদের অনেক এগিয়ে রাখবে।
শুধু নলেজ শিক্ষার অংশ হতে পারে না। শিক্ষার অংশ আরও অনেক কিছু। আর আমাদের বিশ্ববিদ্যালয় টা ওবিই কারিকুলামের অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের শিক্ষকরাও এ ব্যাপারে যথেষ্ট সচেতন। শিক্ষকরা যতো এ ব্যাপারে জানবে ছাত্ররাও ততবেশি আগ্রহ হবে। শুরু ক্লাসরুমে বসেই শিক্ষা গ্রহন করা ছাড়াও রিলেভ্যান্ট থেকে সমাজ শিক্ষা গ্রহণ করার দরকার আছে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন