টানা পাঁচবার গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন মাগুরার ফয়সাল। বাহুতে ৩০ সেকেন্ডে ৬২ বার ফুটবল ঘুরিয়ে রেকর্ডটি গড়েন তিনি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে গিনেস বুক কর্তৃপক্ষের দেওয়া সনদটি সম্প্রতি হাতে পেয়েছেন বলে জানান ফয়সাল।১৮ বছর বয়সী মাহমুদুল হাসান ফয়সাল বর্তমানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে।
এর আগেও ফুটবল ও বাস্কেটবল বাহুতে ঘুরিয়ে রেকর্ড করেন তিনি। ৩০ সেকেন্ডে ৬২ বার বাহুতে ফুটবল ঘুরিয়ে সর্বশেষ রেকর্ডটি তিনি গত নভেম্বরে করেন। সেই রেকর্ডের জন্য ওয়ার্ল্ড গিনেস রেকর্ড বুক কর্তৃক তিনি স্বীকৃতি পেলেন। এর অগেও তিনি একবার স্বীকৃতি পেয়েছেন।
ফয়সাল জানান, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ। ইচ্ছে ছিলো ক্রিকেটার হওয়ার। নানা প্রতিবন্ধকতায় তা পারেনি। পরে ফুটবল খেলতে শুরু করেন। খেলতে খেলতেই ফুটবল নিয়ে শুরু হয় নানা এক্সপেরিমেন্ট। তখনই বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়ার চিন্তা মাথায় আসে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন