বাংলাদেশ-ভারত বাদ দিয়ে মালদ্বীপের পক্ষে পড়লো ভোট

বাংলাদেশ-ভারত বাদ দিয়ে মালদ্বীপের পক্ষে পড়লো ভোট
MostPlay

এএফসি কাপের গ্রুপ পর্বে ‘ডি’ গ্রুপের সবক’টি ক্লাবই স্বাগতিক হতে চেয়েছিল। বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ ছিল তালিকায়। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অবশ্য বাংলাদেশ ও ভারতকে বাদ দিয়ে মালদ্বীপকে বেছে নিয়েছে। আগামী ১৪ থেকে ২০ মেয়ে ‘ডি’ গ্রুপের খেলা হবে দ্বীপ দেশটিতে।

যেখানে বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাঝিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব এবং ভারতের এটিকে মোহনবাগান লড়বে। এছাড়া প্লে-অফ পর্ব থেকে আবাহনী দুটো ম্যাচ জিততে পারলে প্রতিযোগিতাটিতে খেলার সুযোগ পাবে তারা। এএফসি আজ (সোমবার) সবদিক বিবেচনা করে গ্রুপ পর্বের ভেন্যু নির্ধারণ করেছে।

এএফসি কাপে বাংলাদেশ থেকে আবাহনী এক মৌসুম আগে প্রথম দল হিসেবে জোনাল সেমিফাইনালে খেলেছিল। এছাড়া গতবার বাতিল হওয়ার আগে প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে একটি ম্যাচ খেলতে পেরেছিল বসুন্ধরা কিংস।

মন্তব্যসমূহ (০)


Lost Password