ফিনল্যান্ডের বিপক্ষে মাঠেই জ্ঞান হারিয়ে ফেললেন ডেনমার্কের এরিকসন

ফিনল্যান্ডের বিপক্ষে মাঠেই জ্ঞান হারিয়ে ফেললেন ডেনমার্কের এরিকসন

ইউরো ২০২০ টুর্ণামেন্টে খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন ডেনমার্কের এরিকসন। সতীর্থরা এসে তোলার চেষ্টা করলেন কিন্ত সাড়া দিল না ক্রিশ্চিয়ান এরিকসেনের দেহ। কৃত্রিম উপায়ে তার শ্বাসপ্রশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেন চিকিৎসকেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত জ্ঞান ফিরেছে এরিকসনের। হাসপাতালে নেয়া হয়েছে তাকে। কিছুক্ষণ আগে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা টুইট করে জানিয়েছে, ম্যাচ স্থগিত।

কোপেনহেগেনে ফিনল্যান্ড এবং ডেনমার্কের মধ্যকার ম্যাচের সময় তখন ৪৩ মিনিট। একটি থ্রু ইন পাস দেয়া হয় এরিকসেনকে। কিন্তু তিনি আর সেই বল রিসিভ করতে পারেননি। তার আগেই লুটিয়ে পড়েন মাঠে। এরিকসেনের এমন দুর্ঘটনায় হতবাক বিশ্ব। সতীর্থের এ অবস্থ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ডেনমার্কের ফুটবলাররা। মাঠেই অঝোরে কাঁদতে দেখা গেছে তাদের। কাদঁতেছে পুরো স্টেডিয়াম, কাদঁতেছেন সকল খেলোয়াড়রা। একমাত্র প্রার্থনা পারে এরিকসনকে বাঁচাতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password