হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুশীলন ক্যাম্পে এরিকসেন

হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুশীলন ক্যাম্পে এরিকসেন

গত ১২ই জুন রাতে কোপেনহেগেনে ফিনল্যান্ড এবং ডেনমার্কের মধ্যকার ম্যাচের সময় তখন ৪৩ মিনিট। একটি থ্রু ইন পাস দেয়া হয় এরিকসেনকে। কিন্তু তিনি আর সেই বল রিসিভ করতে পারেননি। তার আগেই লুটিয়ে পড়েন মাঠে। এরিকসেনের এমন দুর্ঘটনায় হতবাক বিশ্ব। সতীর্থের এ অবস্থ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ডেনমার্কের ফুটবলাররা। মাঠেই অঝোরে কাঁদতে দেখা গেছে তাদের। কাদঁতেছিল পুরো স্টেডিয়াম, কাদঁতেছিল সকল খেলোয়াড়রা। ডাক্তাররা চেষ্টা করে মাঠেই তার জ্ঞান ফিরিয়ে আনেন। জ্ঞান ফেরার সাথেই সাথেই তাকে নেয়া হয় হাসপাতালে। হাসপাতালে নেয়ার পর তার হৃদযন্ত্রে সফলভাবে বসানো হয়েছে ‘হার্ট স্টার্টার’। হৃদযন্ত্র স্বাভাবিক রাখতেই এই অস্ত্রোপচারটি করা হয়েছিল। গত শুক্রবার হাসপাতাল ছাড়েন এরিকসন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সতীর্থদের বিস্ময় উপহার দিয়েছেন ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি সরাসরি চলে যান ডেনমার্কের অনুশীলন ক্যাম্পে। সেখানে কিছুক্ষন সময় কাটানোর পাশাপাশি সতীর্থদের সাথে লাঞ্চও করেছেন এরিকসেন। অনুশীলন ক্যাম্পে তাকে দেখতে পেয়ে বিস্মিত জয়ে যান তার সতীর্থরা। অনুশীলনের সময় এরিকসেনের দেখা পেয়ে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান নোরগার্দ বলেছেন, ‘আমি জানতাম না সে (এরিকসেন)আসছে। তাই এরিকসেন আসার পরই আমরা অনুশীলন বন্ধ করে দিয়েছিলাম’।

ক্রিস্টিয়ান নোরগার্দ আরও বলেন, ‘তাকে দেখে মনে হয়েছে সে এখন সম্পূর্ণ সুস্থ আছে। অনুশীলনের সময় তার এখানে উপস্থীত হওয়ার কারণে দলের মাঝে শক্তির সঞ্চার হয়েছে। আমরা সবাই তাকে জড়িয়ে ধরেছিলাম। তাকে ছেলের সঙ্গে হাঁটতে দেখে সত্যিই ভালো লেগেছে। সব দিক দিয়ে দিনটা আমাদের ভালো গেছে। যা আমাদের প্রয়োজন ছিল’।

মন্তব্যসমূহ (০)


Lost Password