জো রুটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে লিড নিল ইংল্যান্ড

জো রুটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে লিড নিল ইংল্যান্ড
MostPlay

তৃতীয় দিনে যেভাবে এগুচ্ছিল স্বাগতিক ইংল্যান্ড তাতে মনে হচ্ছিল ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড নিতে যাচ্ছে তারা। কিন্ত ভারতীয় পেসাররা অসাধারণভাবে ফিরে এসে ইংল্যান্ডের লেট মিডল অর্ডার ও টেল এন্ডারদের দ্রুত ফিরিয়ে দিয়ে খেলায় ফিরাল সফরকারী ভারতকে। একসময় ৫ উইকেটে ৩৪১ রান ছিল ইংল্যান্ডের৷ এরপর মাত্র ৫০ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে তারা৷

শেষদিকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলের মাঝেও অবিচল ছিলেন ইংলিশ কাপ্তান জো রুট। শেষ পর্যন্ত খেলে গেছেন তিনি। অধিনায়ক রুটের অপরাজিত ১৮০ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩৯১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে তারা।

হো রুট ছাড়া ইংল্যান্ডের হয়ে জনি বেয়ারস্টো ৫৭ ও ররি বার্নস ৪৯ রান করেন। প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছিল ৩৬৪ রান করে। ভারতের চেয়ে স্বাগতিকরা এগিয়ে আছে ২৭ রানে। বল হাতে ভারতের পেসার মোহাম্মিদ সিরাজ ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন ইশান্ত শর্মা এবং ২টি উইকেট নেন মোহাম্মদ শামি।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচে এককভাবে নিয়ন্ত্রণ নিতে পারেনি কোন দল৷ লর্ডস টেস্টে জিততে পারে যে কেউ। শেষ দুই দিনে যারা ভাল করবে তারাই জিতে নিবে লর্ডস টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password