হেডিংলিতে প্রথম দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

হেডিংলিতে প্রথম দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

লর্ডস টেস্ট জিতে রীতিমতো উড়ছিল টিম ইন্ডিয়া৷ তবে বেশি সময় তাদের উড়তে দিলনা স্বাগতিক ইংল্যান্ড। সিরিজে দুর্দান্ত ফর্মে পেসার থাকা অ্যান্ডারসন আবারও জ্বলে উঠলেন। ৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই পেসার বেঁধে দিলেন সুর। সঙ্গত করলেন ইংল্যান্ডের বাকি পেসাররা। তাতেই সর্বনাশ ভারতের।

হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে দুই সেশনও টিকতে পারল না বিরাট কোহলির দল। জেমস অ্যান্ডারসন, অলি রবিনসন, স্যাম কুরানদের বোলিং তোপের মুখে মাত্র ৭৮ রানে অলআউট হওয়ার চরম লজ্জা ডুবলো বিরাট কোহলি অ্যান্ড কোং। হেডিংলিতে দিনের শুরু থেকেই ছন্দ খুঁজে পায় ইংল্যান্ড। প্রথম ওভারেই শূন্য রানে ওপেনার লোকেশ রাহুলকে ফেরান অ্যান্ডারসন। একই ভাবে পঞ্চম ওভারে তুলে নেন চেতেশ্বর পুজারাকেও (৪)। তারপর সেই কাঙ্ক্ষিত অ্যান্ডারসন ও কোহলির লড়াই। যেখানে আবারো জয়ের হাসি ফুটে উঠে অ্যান্ডারসনের মুখে।

মাত্র ৭ রান করেই অ্যান্ডারসনের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এরপর অজিঙ্কা রাহানের ১৮ রান ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। অ্যান্ডারসন ছাড়াও ৩ উইকেট পেয়েছেন সিরিজে প্রথম ইংলিশ একাদশে ঢুকা ক্রেইগ ওভারটন। পরপর দুই বলে রোহিত ও মোহাম্মদ শামিকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন এই পেসার। সুযোগ পেয়েছিলেন স্যাম কারানও। কিন্তু কেউই পারেননি। বাকি দুটি উইকেট নিয়েছেন ওলি রবিনসন।

ভারতকে এমন লজ্জায় ডোবানোর পর প্রথম ইনিংসে দারুণ সূচনা করেছে স্বাগতিকরা। কোনো উইকেট না হারিয়ে ১২০ রান তুলে প্রথম দিন শেষ করেছে। লিড নিয়েছে ৪২ রানের। ক্রিজে আছেন ররি বার্নস ও হাসিব হামিদ। হামিদ ১৩০ বল খেলে ১১টি চারের সাহায্যে ৬০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ১২৫ বল খেলে ৫টি চার ও ১ ছক্কায় ৫২ রান নিয়ে অপরাজিত আছেন বার্নস. তারা দুজন বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password