হেডিংলিতে ইনিংস ব্যাবধানেই হারল ভারত

হেডিংলিতে ইনিংস ব্যাবধানেই হারল ভারত

প্রথম ইনিংসে ইংলিশ পেসে পুড়ে ছানখান হয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে রোহিত, পুজারা ও কোহলির ব্যাটে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিল। তৃতীয় দিন শেষে দারুণ ব্যাটিং করে আশা জাগানো ভারতের ব্যাটিং আজ ভেঙে পড়েছে হুড়মুড় করে। ২ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করা ভারত দিনের প্রথম সেশনেই হারিয়েছে বাকি ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে ইনিংস ও ৭৬ রানে হেরেছে কোহলির দল।

আজ সকালেই আগেরদিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে বিদায় করেন। চেতেশ্বর পূজারা ছুটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ব্যক্তিগত ৯১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর আগে একবার ‘জীবন পাওয়া’ কোহলি ৫৫ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন৷ মূলত কোহলির বিদায়ের পর ভারতীয় ব্যাটিং লাইনআপ ধ্বসে পড়তে শুরু করে। সফরকারীরা শেষ ৮ উইকেট হারায় ৬৮ রানে, এর মধ্যে ২ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। খেলাও শেষ হয়ে যায় মধ্যাহ্ন বিরতির ঠিক ১৫ মিনিট আগে।

ইংল্যান্ডের ডানহাতি পেসার রবিনসন ক্যারিয়ার সেরা ৬৫ রানে ৫ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং অর্ডার। ভারতের সর্ব্বোচ্চ ৯১ রান করেছেন পুজারা। এছাড়া রোহিত শর্মা ৫৯ এবং অধিনায়ক কোহলি ৫৫ রান করেন। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা আনলো স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ পেসার রবিনসন৷

মন্তব্যসমূহ (০)


Lost Password