ইবির লাখ টাকার বিশুদ্ধ পানির প্ল্যান্ট অকার্যকর

ইবির লাখ টাকার বিশুদ্ধ পানির প্ল্যান্ট অকার্যকর
MostPlay

মোঃ রিপন আলী, কুষ্টিয়া প্রতিনিধিঃ করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ইসলামী বিশ্ববিদ্যালয় ৭ লাখ টাকারও বেশি মূল্যের দুইটি বিশুদ্ধ পানির প্ল্যান্ট বিকল হয়ে পড়েছে। ৪ বছর আগে ক্যাম্পাসের অনুষদ ভবন ও ফলিত বিজ্ঞান অনুষদ ভবনের এই দুইটি প্ল্যান্ট স্থাপন করা হয়। যেখান থেকে শিক্ষার্থীরা নিয়মিত পানি সংগ্রহ করতেন।

বর্তমানে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা যার ফলে ঝুঁকি নিয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছেন শিক্ষার্থীরা হলে অবস্থানকারী শিক্ষার্থীরা হলেও এখান থেকে পানি সংগ্রহ করেন প্রতিটি হলে কিংবা হল পার্শ্ববর্তী এলাকায় এমন বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার কারণে কল দুটি নষ্ট হয়ে পড়েছে হল খোলার প্রায় ১মাস ও এগুলো মেরামত করা হয়নি। প্রকৌশল অফিস সূত্রে ২০১৭ সালে ক্যাম্পাসের অনুষদ ভবন ও ফলিত বিজ্ঞান অনুষদ ভবনের বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

এতে ৭ লাখেরও বেশি টাকা ব্যয় হয়েছে পরিচর্যা ও মেরামতের অভাবে কল দুটি বন্ধ রয়েছে তিন মাস অন্তর কমপক্ষে একবার প্ল্যান্ট গুলো পরিচর্যা করতে হয়। এসব কলে পানির শতকরা ২৫ ভাগ রিফাইন হয়ে বের হয় ফলে পুরোপুরি বিশুদ্ধ পানি বের হয় বাজারে যে পানি কিনতে ২০ থেকে ২৫ টাকা লাগে। এই কলের পানের সমপরিমাণ পানি কিনতে প্রয়োজন হয় কমপক্ষে ১০০ টাকা।

সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ফয়সাল বলেন হলে টিউবওয়েলের পানিতে আর্সেনিক ফলে আমাদের নানা পানিবাহিত রোগ ভুগতে হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হলে অন্তত পানিবাহিত রোগ গুলো থেকে মুক্তি পাবো। বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মালেক মিয়া বলেন করোনার ছুটিতে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে প্ল্যান্ট দুটিতেই ত্রুটি ধরা পড়েছে এগুলো মেরামতের কাজ চলছে দ্রুত সমস্যার সমাধান হবে।

হলে প্ল্যান্ট স্থাপনের ব্যাপারে তিনি বলেন - প্ল্যান্টের কাজ ব্যয়বহুল তবে প্রশাসন চাইলে ও ফান্ড দিলে আমরা কাজ শুরুর প্রক্রিয়া করতে পারবো।

মন্তব্যসমূহ (০)


Lost Password