টি-টোয়েন্টিতে ভালো করা পাকিস্তানের মূল লক্ষ্য হওয়া উচিত নয়-শোয়েব আখতার

টি-টোয়েন্টিতে ভালো করা পাকিস্তানের মূল লক্ষ্য হওয়া উচিত নয়-শোয়েব আখতার

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩২ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাবর আযমের পাকিস্তান। তবে কিছুদিন টি-টুয়েন্টি সিরিজ শুরু আগে প্রায় তৃতীয় সারির ইংল্যান্ড দলের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। সিরিজ শুরুর দুইদিন আগে ইংল্যান্ড শিবিরে করোনা হানা দেয়ার কারণে মুল দলের সবাইকে পাঠাইয়ে দেয়া আইসোলেশনে। তাই নতুন করে দল ঘোষনা করে মাঠে নেমেছিল ইংল্যান্ড। সেই টিম নিয়েও পাকিস্তানকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। আর তাতেই পাকিস্তান টিমের উপর চটেছেন পাকিস্তান দলের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

ইংল্যান্ডের ‘সি’ টিমের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদই ভুলতে পারছেন না তিনি। তার মতে, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও উচ্ছ্বাসের কিছু নেই। কারণ বাবর আজমের দল সঠিক পথে নেই। তার মতে, টি-টোয়েন্টিতে ভালো করা কখনও পাকিস্তানের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। নিজের ইউটিউব চ্যানেলে শনিবার রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ‘পাকিস্তান যদি এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে, তাহলে অবাক হব না আমি। আমি মনে করি না, পাকিস্তান ঠিক পথে এগুচ্ছে। বাবর আজমরা বিশ্বকাপ জিতলেও বলব তারা সঠিক পথে নেই। কারণ টি-টোয়েন্টি আমাদের লক্ষ্য নয় এবং হওয়াও উচিত নয়। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের দুর্বলতা এখন প্রকাশ্য’।

শোয়েব আখতারের মতে, বর্তমান পাক দল ওয়ানডে ফরম্যাটে অনেক দুর্বল। এসময় দলের সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘পাকিস্তান দল টি-টোয়েন্টিতে এমন কী করে যে, এই ফরম্যাটে তাদের পারফরম্যান্স এতো ভালো? আমার মতে পার্থক্য শুধুই এটিচ্যুডে। পাকিস্তানের সমস্যা হলো, তারা ৫০ ওভার খেলতে পারে না। তাদের প্রতিভা আছে কিন্তু ৫০ ওভার খেলতে পারে না। স্ট্রাইক রোটেট করতে পারে না’।

ওয়েনডেতে হোয়াইটওয়াশ হওয়া পর প্রথম টি-টুয়েন্টিতে পূর্ণ শক্তির ইংল্যান্ড দলকে হারানো প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, ‘ইংল্যান্ড দল হয়তো পাকিস্তানের শক্তিমত্তাকে খাটো করে দেখছে। নয়তো তারা জানেই না যে, পাকিস্তানের টি-টোয়েন্টি দল বিশ্বের অন্যতম সেরা দল’।

মন্তব্যসমূহ (০)


Lost Password