লক্ষ্মীপুরে "চেঞ্জ ফর ফিউচার"-এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

লক্ষ্মীপুরে "চেঞ্জ ফর ফিউচার"-এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
MostPlay

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ, ২০২২ তারিখে সেচ্ছাসেবী সংগঠন "চেঞ্জ ফর ফিউচার" -এর উদ্যোগে শিশুদের মাঝে স্কুল ব্যগ বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন "আমরা কয় জন মুজিব সেনা"-এর প্রতিষ্ঠাতা জনাব এ এফ জসিম উদ্দিন আহমেদ, সংগঠনের সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক জনাব মাহফুজ আহমেদ, যুগ্ম সাধাণ সম্পাদক জনাব শাহাদাত কামাল,অর্থবিষয়ক সম্পাদক জনাব ইমন হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক জনাব শরীফুল ইসলাম ও বেলাল আহমেদ, প্রচার সম্পাদক শামিউল ইসলাম তামিম, শিক্ষাবিষয়ক সম্পাদক জনাব কামরুল হাসান বিজয়, সদস্যঃ জানব হাসানুজ্জামান রিফাত, আনোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে জনাব জসিম উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে শিশুদেরকে বিভিন্ন তথ্য প্রদান করেন। তিনি যোগ করেন বঙ্গবন্ধুর গৃহ শিক্ষক পণ্ডিত সাখাওয়াত উল্লাহ মিয়ার জন্ম এ লক্ষ্মীপুরেই।

এছাড়া বঙ্গবন্ধুর গুণাবলি উপস্থাপনপূর্বক তিনি তিনি শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হওয়ার জন্যে আহ্বান জানান। শিশুরা সবাই এক একজন বঙ্গবন্ধু হওয়ার দৃঢ় প্রতিজ্ঞাও করেন তাঁর অনুষ্ঠানে । সংগঠনের সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু দীর্ঘ ৪৬৮২ দিন বা ১৩ বছর জেল খাটেন বাংলাদেশের আলো, বাতাস, পানি, মাটি ও মানুষের জন্যে।

দেশবিভাগের পর ১১ মার্চ, ১৯৪৭ সালে বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের জন্যে জেল খাটেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে জেলে থেকে তিনি ভাষা আন্দোলনের পক্ষে অনশন করেন। এর পর ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট, ১৯৫৮ সালের আইয়ুব বিরোধী আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা দাবি, ১৯৬৮ সালের আগরতলা মামলা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ সালের ৭ মার্চ ও মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সব ঘটনার সাথে বঙ্গবন্ধুর নাম জড়িত।

তাই বাংলাদেশের ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস। তিনি শিশুদেরকে বঙ্গবন্ধুর মতো করে দেশের জন্যে আত্মত্যাগী হওয়ার জন্যে অনুরোধ জানান। সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাহফুজ আহমেদ সংগঠনের পাশে থাকার জন্যে সবাইকে একান্ত অনুরোধ করেন।

তাছাড়া তিনি সংগঠনের মানব সেবার বিভিন্ন কর্মসূচি যেমন রক্তদান, পাঠাগার তৈরি, কম্পিউটার ল্যাব তৈরি, মানব দেয়াল তৈরি, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, করোনাকালীন ওষুধ সেবা প্রদান ইত্যাদি বিষয় তুলে ধরেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহাদাত কামাল স্কুলের ছাত্র-ছাত্রীদের মানব সেবামূলক কার্যক্রমে চেঞ্জ ফর ফিউচারের পাশে থাকার আহ্বান জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password