বিপর্যস্ত জনজীবন,যুক্তরাষ্ট্রে আরেকটি তুষারঝড়ের পূর্বাভাস

বিপর্যস্ত জনজীবন,যুক্তরাষ্ট্রে আরেকটি তুষারঝড়ের পূর্বাভাস
MostPlay

তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের জনজীবন। এরইমধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আরেকটি তুষারঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। অনেক এলাকায় বরফ গলে বন্যার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

কয়েক সপ্তাহ ধরে ভারি তুষারপাতে বরফের চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। মঙ্গলবার ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্যে ঝড়ো বাতাসসহ আরও একটি তুষারঝড় আঘাত হানতে পারে। শতাব্দীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের পাশাপাশি বৃষ্টির কারণে বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

সিয়াটল অঙ্গরাজ্যে তুষারঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন অনেক ঘরবাড়ি। কয়েকটি কেন্দ্র বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে করোনার টিকা কর্মসূচি। আশ্রয়কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে। নাগরিকদের শুকনো খাবার, ফ্ল্যাশ লাইট, ব্যাটারি, কম্বলের মতো প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করতে বলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password