ভারতের প্রথম অ্যানিমেটেড গোয়েন্দা সিরিজ ঘোষণা দিলেন ধোনি

ভারতের প্রথম অ্যানিমেটেড গোয়েন্দা সিরিজ ঘোষণা দিলেন ধোনি

করোনার উদ্বেগজনক সংক্রমণের মধ্যেই আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১। চেন্নাইয়ে আট দলেরএই টি২০ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর আইপিএল দিয়ে আরও একবার ২২ গজে ফিরতে চলেছেন ভারত দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএল শুরুর আগেই বুধবার নিজের নতুন ইনিংসের ঘোষণা করে ফেললেন ধোনি। 

‘ক্যাপ্টেন ৭’ নামে ভারতের প্রথম অ্যানিমেটেড গোয়েন্দা সিরিজ শুরু করার ঘোষণা দিলেন এমএস ধোনি। সাবেক ভারত অধিনায়কের প্রযোজনা সংস্থা ধোনি এন্টারটেইনমেন্টের ইনস্টাগ্রাম পেজে ‘ক্যাপ্টেন ৭’ এর প্রথম পোস্টার প্রকাশ করা হয়। অ্যানিমেটেড এই গোয়েন্দা সিরিজের প্রথম সিজন প্রকাশ্যে আসবে আগামী বছর। এতে মুখ্য ভূমিকায় থাকবেন স্বয়ং ধোনি। 

গত বছর ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে আচমকা অবসরের ঘোষণা দেন ধোনি। ক্রিকেটকে ছাড়ার পর কী করবেন সে প্রশ্ন ওঠে।  কোচিং করাবেন? নাকি আর সব সাবেকদের মতো ধারাভাষ্যকার হবেন? কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণিত করলেন ধোনি। খুললেন প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’। 

অবসরের পর নিজের প্রযোজনা সংস্থায় সময় বেশি দেবেন ধোনি - ভারতীয় সংবাদমাধ্যমে সেই পরিকল্পনার কথাই জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার এই সাবেক অধিনায়কের স্ত্রী সাক্ষী।‌ ক্যাপ্টেন ৭’ স্পাই সিরিজটি আবর্তিত ধোনিকে নিয়েই। এই প্রসঙ্গে এক বিবৃতিতে ধোনি বলেন, এই ভাবনাটি দুর্দান্ত। ক্রিকেট বাদেও আমার আরেকটি প্যাশন সামনে আসতে চলেছে। 

এই স্পাই সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত ধোনির স্ত্রী সাক্ষীও।

মন্তব্যসমূহ (০)


Lost Password