প্রথম দুই ম্যাচ হেরেও শেষ ষোল নিশ্চিত করলো ডেনমার্ক

প্রথম দুই ম্যাচ হেরেও শেষ ষোল নিশ্চিত করলো ডেনমার্ক

ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ইউরো শুরু করে ডেনমার্ক। সেই ম্যাচেই খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়ে ডেনমার্কের তারকা খেলোয়াড় এরিকসেন। এরিকসনের কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণে তাকে সাথে সাথেই নেয়া হয় হাসপাতালে। সে কারণে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। সেই ম্যাচে ফিনল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্ণামেন্ট শুরু করে ডেনমার্ক। পরের ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের কাছেও হেরে যায় ডেনমার্ক। টানা দুই ম্যাচ হারার পর ডেনমার্ক সরাসরি শেষ ষোলতে জায়গা করে নিবে এমন বাজি ধরার লোক কেউ ছিলনা। সেই কাজটি করে দেখালো ডেনমার্কের খেলোয়াড়রা। সোমবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রি-কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেলেছে ডেনমার্ক।

একই সময়ে ’বি’ গ্রুপের আরেক ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা বেলজিয়াম। তাদের পয়েন্ট ৯। তিনটি করে ম্যাচ খেলার পর ডেনমার্ক, রাশিয়া ও ফিনল্যান্ডের অর্জন ৩ পয়েন্ট। গোল ব্যাবধানের কারণে ডেনমার্ক পেয়ে গেছে শেষ ষোলর টিকিট। মুলত শেষ ম্যাচে রাশিয়ার বিপক্ষে বড় জয়ের কারণেই দ্বিতীয় পর্বে উঠে গেছে তারা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে বেশ এগিয়ে ছিল ডেনমার্ক। তবে ম্যাচের এগিয়ে যাবার প্রথম সুযোগটা পেয়েছিল রাশিয়া। ১৬তম মিনিটে রাশিয়ার আলেকসান্দার গোলোভিনের নেওয়া শট পা দিয়ে ফেরান গোলরক্ষক কাসপের স্মাইকেল। ৩১তম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় ডেনমার্ক। কিন্ত সেই চেষ্টায় গোল পায়নি ডেনমার্ক। তবে ৩৮ মিনিটের সময় আর সুযোগ মিস করেননি মিকেল। ম্যাচের ৩৮ মিনিটে মিক্কেল দামসগার্ডের অসাধারণ এক গোলে এগিয়ে যায় ডেনমার্ক। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ডেনমার্ক।

ম্যাচের দ্বিতীয় অর্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকে ডেনমার্ক। ফলও পেয়ে যায় হাতেনাতে। ডেনমার্কের হয়ে ৫৯ মিনিটে ব্যবধান বাড়ান ইউসুফ পোলসেন। ৭০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান আর্তেম জুবা। আর তাতেই কয়েক মিনিটের জন্য টুর্নামেন্টে টিকে থাকার আশা জেগেছিল রাশিয়ার। কিন্ত সেই আশা টিকেনি বেশিক্ষন। ৭৯ মিনিটে ডেনমার্কের আন্দ্রেস ক্রিস্টেনসেন ও ৮২ মিনিটে জোয়াকিম মায়েহলি গোল করলে রাশিয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ৪-১ ব্যবধানের জয় ডেনমার্ককে পৌছে দেয় শেষ ষোলতে।

যে ডেনমার্ক প্রথম দুই ম্যাচে শেষে কোন পয়েন্ট অর্জন করেত পারেনি তারাই কিনা সরাসরি নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলর টিকিট। এমন অবিশ্বাস্য জয় এবং শেষ ষোলো নিশ্চিত করার পর ডেনমার্কের খেলোয়াড়রা এই কৃতিত্ব উৎস্বর্গ করেছে ক্রিস্টিয়ান এরিকসনকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password