নগদ ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বন্যাদূর্গত এলাকায়: ত্রাণ প্রতিমন্ত্রী

নগদ ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বন্যাদূর্গত এলাকায়: ত্রাণ প্রতিমন্ত্রী

সারা দেশে বন্যা দুর্গত এলাকায় বানভাসীদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ সাত কোটি টাকা সহয়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

রোববার (০৫ সেপ্টেম্বর) সকালে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় লোকজনের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে ২২ হাজার শুকনো খাবার প্যাকেট দেওয়া হয়েছে।আগামী দুই এক দিনের মধ্যে সারা দেশে বন্যার পানি কমার সম্ভবনা রয়েছে।

এসময় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password