দামি মরিসের ঝালে উড়ে গেল দিল্লি ক্যাপিটাল

দামি মরিসের ঝালে উড়ে গেল দিল্লি ক্যাপিটাল

টানা দুই ম্যাচ হেরে কিভাবে টুর্ণামেন্টে ফিরে আসবে এটাই হয়তো তখন রাজস্থান কোচ অধিনায়কের মুল ভাবনা ছিল ঠিক তখনই জলে উঠলেন ক্রিস মরিস। রাজস্থানের শেষ দুই ওভারে সমীকরণ দাঁড়ায় ১২ বলে ২৭ রান উইকেট বাকি তিনটি। তখনই নিজের বিধ্বংসী রুপ দেখান ক্রিস মরিস। কাগিসো রাবাদার করা ১৯তম ওভারে দুই ছক্কার মারে তুলে নেন ১৫ রান। শেষ ওভারে বাকি থাকা ১২ রান করতে মাত্র চার বল নেন তিনি। ৪টি ছয়ের মারে ১৮ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। চলতি আসরের নিলামে তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। দামী মরিসের ঝাল বেশি এটা প্রথম ম্যাচে প্রমান করতে ব্যার্থ হলেও দ্বিতীয় ম্যাচেও সেটা যথার্থই প্রমান করেছন তিনি।

এর আগে টস হেরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে থাকে দিল্লি। জয়দেব উনাদকাটের বোলিং তোপে পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান(৯), পৃথ্বি শ(২) ও আজিঙ্কা রাহানেকে(৮)। এরপর নিজের প্রথম ওভারে এসেই স্টোইনিসকে বিদায় করে দিল্লিকে আরও বিপদে ফেলে দেন কাটার মাষ্টার মোস্তাফিজ। ললিত যাদবকে সঙ্গে নিয়ে দিল্লিকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক রিশাভ পান্ত। দুজনের জুটি থেকে আসে ৩৬ বলে ৫১ রান। ৩২ বলে ৫১ করে পান্ত সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। শেষদিকে টম কারান(২১) ও ক্রিস ওকসের(১৫*)সুবাদে নির্ধারীত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে ফ্যাকাসে বোলিং করা মোস্তাফিজুর রহমান গতরাতে ছিলেন দারুণ। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে আজ মোস্তাফিজ শিকার করেছেন ২ উইকেট।

১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে রাজস্থানের ব্যাটিংয়ে। ৪২ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। জস বাটলার (২), মানান ভোরা (৯), সাঞ্জু স্যামসন (৮), শিভাম দুবে (২) ও রিয়ান পরাগ (২) ফেরেন দুই অঙ্কের মুখ দেখার আগেই। অন্য ব্যাটসম্যানদের আশা যাওয়ার মাঝে দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন বেন স্টোকসের পরিবর্তে খেলা ডেভিড মিলার। শুরুতে দাঁতে দাঁত চেপে খেললেও একসময় হাত খুলে খেলতে থাকেন এই সাউথ আফ্রিকান। টানা দুই বলে ছক্কা মেরে ফিফিটি পূর্ণ করা  মিলার এর পরের বলে ৪৩ বলে ৭টি চারের মারে ৬২ রান করে আউট হয়ে গেলে হারের শঙ্কায় পড়ে গেলেও রাজস্থানের হয়ে বাকি কাজটা সারেন ক্রিস মরিস। তার বিধ্বংসী ব্যাটিংয়ে তিন উইকেট আর দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় রাজস্থান রয়্যালস।

মন্তব্যসমূহ (০)


Lost Password