কনটেইনারে মালয়েশিয়ায় যাওয়া সেই শিশু রাতুলের মৃত্যু

কনটেইনারে মালয়েশিয়ায় যাওয়া সেই শিশু রাতুলের মৃত্যু

চট্টগ্রাম থেকে কনটেইনারে করে মালয়েশিয়া চলে যাওয়া কুমিল্লার মনোহরগঞ্জের সেই প্রতিবন্ধী কিশোর মো. রাতুল ইসলাম ফাহিম মারা গেছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়েছে। ১৪ বছর বয়সী রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। পেশায় দিনমজুর ফারুকের তিন ছেলের মধ্যে রাতুল সবার বড়।

শনিবার সন্ধ্যায় মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি একা একা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। ছেলেটি সাঁতার জানত না বলে জেনেছি। আমরা বিষয়টি ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখছি।’ রাতুলের বাবা ফারুক মিয়া বলেন, ‘আমার ছেলেটা ছোটবেলা থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী।

আমরা সবাই ধানের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে রাতুল একা একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেল। আমি এখন কিভাবে বাঁচব?’ চলতি বছরের গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ‘এমভি ইন্টেগ্রা’ নামের জাহাজটি মালেশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

১৬ জানুয়ারি মালেশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকরা। এর পরই কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে ওই কিশোরকে উদ্ধার করা হয়। অভিবাসন বিভাগের প্রক্রিয়া শেষে গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাতুল। পরদিন সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরে সে।

মন্তব্যসমূহ (০)


Lost Password