সংবাদ সম্মেলনে কোকা-কোলার বোতল সরিয়ে যে বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সংবাদ সম্মেলনে কোকা-কোলার বোতল সরিয়ে যে বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ইউরোর বর্তমান চ্যাম্পিয়ান পর্তুগালের শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় আজ রাত ১০ টায় হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে রোনালদোরা। সেই ম্যাচ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনে এসেই মেজাজ বিগড়ে যায় পর্তুগীজ যুবরজের। কোকা-কোলা ইউরোর অফিসিয়াল স্পন্সর। তাই সংবাদ সম্মেলনে টেবিলের সামনে রাখা হয়েছিল কোকের বোতল। মুলত টেবিলে রাখা কোকা-কোলার বোতল দেখেই তার এই অবস্থা। তাক্ষণিক বিরক্তিবরা চেহারা নিয়ে বোতল দুটি দৃষ্টি সীমানার বাইরে রেখে দেন এবং পানির বোতল উঁচিয়ে ধরেন সিআর সেভেন এবং সংবাদকর্মীদের উদ্দ্যেশে বলে উঠেন ‘পানি পান করুন’।

আগে থেকেই কোমল পানীয় বা চিপসজাতীয় খাবার একদমই পছন্দ নয় পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী রোনালদোর। কোকা-কোলা বা ফান্টা জাতীয় ঠাণ্ডা পানীয় নিয়ে রোনালদোর বিরক্তি আগেও সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। এমনকি ছেলে কোমল পানিয় পছন্দ করে বিধায় ছেলেকে কড়া শাসনের মধ্যে রাখেন রোনালদো।

এদিকে সংবাদ সম্মেলনের এই ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে গণহারে। ইউরোর মূল বিজ্ঞাপনদাতা এই কোকা কোলা। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য টেবিলে রাখা হয়েছিল এই পানীয়। এখন দেখার বিষয় রোনালদোর এই ঘটনায় উয়েফা কি ধরনের পতিক্রিয়া দেখায়?

মন্তব্যসমূহ (০)


Lost Password