বিশ্বের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

গতরাতে ফ্রান্সের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে ২-২ গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। রোনালদোর কাল জোড়া গোল করার ফলে তার আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ অর্থাৎ রোনালদো এখন যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলের সর্ব্বোচ্চ গোলদাতা। এতদিন ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ির রেকর্ড ১০৯ গোল করে সর্ব্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে রেখেছিলেন। কাল রাতে জোড়া গোল করে তার আসনে ভাগ বসালেন রোনালদো।

আর মাত্র ১ট গোল করলেই রোনালদো একক ভাবে সিংহাসনটি দখল করে নিবেন। ৩৬ বছর বয়েসেও যে ফর্মে আছেন পর্তুগীজ যুবরাজ তাতে সর্ব্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এককভাবে দখল নেয়া সময়ের ব্যাপার মাত্র। যে বয়সে ফুটবলাররা দলে নিজের জায়গা ধরে রাখা নিয়ে চিন্তার মধ্যে থাকেন সেই বয়সে রোনালদো করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। পর্তুগালের হয়ে শেষ ৪৫ ম্যাচে ৪৮ গোল করেছেন রোনালদো।

এই ইউরোতেই দখল করেছেন ইউরোর সর্ব্বোচ গোলদাতার আসন। মিশেল প্লাতিনিকে পিছনে ফেলে ১৪ গোল করে তিনিই এখন ইউরোর সর্ব্বোচ্চ গোল স্কোরার। এই ইউরোতেও ৩ ম্যাচে গোল করেছেন ৫টি এবং গোল করিয়েছেন ১টি। মুলত তার দুর্দান্ত পারফর্মের কারণেই নকআআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। গতরাতে আরও একটি রেকর্ড নতুন করে নিজের নামে লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো। এতদিন ১৯ গোল নিয়ে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজা। গতরাতে সেই রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর গোলের সংখ্যা এখন ২০।

মন্তব্যসমূহ (০)


Lost Password