শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ২০১১ সালে বিশ্বকাপ এবং একই বছর চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অভিজ্ঞতা আছে সুরাজ রানদিভের। তবে সময়ের পরিক্রমায় এখন বাস চালক বনে গেছেন এই লঙ্কান অফ স্পিনার।
২০১৯ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান রানদিভ। বর্তমানে মেলবোর্নে ফ্রান্সের বাস কোম্পানি ট্রান্সডেভের হয়ে বাসচালকের চাকরি করেন। শুধু তিনি একা নন, শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার চিন্থাকা নামাস্তে এবং জিম্বাবুয়ের ক্রিকেটে ওয়াডিংটন মোয়ায়েঙ্গাও একই কোম্পানির হয়ে বাস চালান।
৩৬ বছর বয়সী সুরজ রণদীভ অস্ট্রেলিয়ায় বাস ড্রাইভারি করা ছাড়াও স্থানীয় ক্রিকেট ক্লাব ডান্ডেনাংয়ের হয়ে খেলেন। এই ক্লাবটি ভিক্টোরিয়া প্রিমিয়ার ক্রিকেটের অধীনে আছে। এছাড়াও অস্ট্রেলিয়ার রাজ্য স্তরের প্রতিযোগিতাতেও অংশ নেয়। এই ক্লাবের হয়ে রণদীপ ছাড়াও জেমস প্যাটিসন, পিটার সিডলের মতো তারকারাও খেলেন।
ভারতীয় ক্রিকেট দলের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে স্বাগতিক দলের অনুশীলনে সহায়তা করেছিলেন রানদিভ। মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার ডাকেই টিম পেইনদের নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এই বিষয়ে রানদিভ বলেন, ‘আমাকে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে বলা হয়েছিল তাদের বোলারদের বিপক্ষে বোলিং করতে। যেহেতু ক্রিকেট ভালোবাসি, তাই এই সুযোগ হাতছাড়া করিনি।’
২০০৯ সালে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় রানদিভের। এরপর খেলেন ১২ টেস্ট, ৩১ ওয়ানডে এবং ৭টি-টোয়েন্টি। যেখানে তার শিকার যথাক্রমে ৪৩, ৩৬ ও ৭ উইকেট। দেশের জার্সিতে ২০১৬ সালের পর আর মাঠে নামা হয়নি এই ডানহাতির।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন