করোনার ভ্যাকসিন নিয়েছে খুলনার লক্ষাধিক মানুষ

করোনার ভ্যাকসিন নিয়েছে খুলনার লক্ষাধিক মানুষ

বাংলাদেশের খুলনা জেলায় করোনার ভ‌্যাক‌সিন প্রদান কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত লক্ষা‌ধিক সচেতন নাগরিক নিয়েছেন তার টিকা।

এই বুধবার (০৫ মে) দুপুর পর্যন্ত এক লক্ষ এক হাজার ৪৪৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জা‌নিয়েছে সি‌ভিল সার্জন কার্যালয়। তার মধ্যে পুরুষ ৬৩ হাজার ৫৫ ও মহিলা ৩৮ হাজার ৭৮৮ জন ছিলেন।

 শুধু বুধবার (০৫ মে) সর্বমোট তিন হাজার ৩৩১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার ২৩০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ১০১ জন টিকা নিয়েছেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ৫২৬, বটিয়াঘাটায় ২০০, দিঘলিয়ায় ৯৮, ডুমুরিয়ায় ৭৮০, ফুলতলায় ৮০, পাইকগাছায় ১৯০, রূপসায় ১০০, তেরখাদায় ৬০ এবং কয়রায় ৬৭ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার ৯২৭ এবং মহিলা এক হাজার ৪০৪ জন টিকা নিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password