এসেছে মডার্নার ১২ লাখ টিকা, বিনামূল্যে ৮০℅ জনগণকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী

এসেছে মডার্নার ১২ লাখ টিকা, বিনামূল্যে ৮০℅ জনগণকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী

আজ ৩ জুলাই (শনিবার), জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দেশের ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, টিকা কেনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে সরকার। নতুন টিকা এসে গেছে। এ টিকা প্রাপ্তিতে শ্রমিকদের অগ্রাধিকার থাকবে। যতো টিকা লাগবে, কেনা হবে। দেশের ৮০ ভাগ মানুষকে বিনা টাকায় টিকার আওতায় আনা হবে।

জানা যায়, শুক্রবার (২ জুলাই) রাত প্রায় সাড়ে ১১টা সময় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তখন বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

তার-ই প্রেক্ষিতে আরও জানা গেছে, আরও ১৩ লাখ মর্ডানার তৈরি করোনা টিকা আজ শনিবার দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছাবে।

তাহলে খুব দ্রুতই শুরু হতে চলছে বিনামূল্যে করোনার টিকা দান কর্মসূচী।

মন্তব্যসমূহ (০)


Lost Password