১৯ জুন থেকে আবারো শুরু হবে টিকাদান কার্যক্রম

১৯ জুন থেকে আবারো শুরু হবে টিকাদান কার্যক্রম bdtype.com

আজ ১৪ জুন (সোমবার) বিকালে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের মাতা ফৌজিয়া মালেকের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

এই দোয়া মাহফিলে অংশ নেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি জানান, চীনের সিনোফার্ম ও বেলজিয়ামের ফাইজারের টিকা ১৯ জুন থেকে দেওয়া শুরু হবে।

বেলজিয়ামের ফাইজারের টিকা এবং চীন কতৃক উপহারকৃত সিনোফার্মের টিকা প্রদানের মাধ্যমে আবারো টিকাদান কার্যক্রম চালু হবে। 

চীন উপহার হিসেবে মোট ১১ লক্ষ টিকা বাংলাদেশকে দিয়েছে।  বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক দের দেওয়া হবে ৩০ হাজার ডোজ। বাংলাদেশের ৫ লক্ষ ৩৫ হাজার মানুষকে দেওয়া হবে ১০ লক্ষ ৭০ হাজার ডোজ টিকা। এছাড়াও কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ১ লক্ষ ৬ হাজার ডোজ টিকা বাংলাদেশে এসেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password