করোনা বাধা পেরিয়ে নির্ধারীত সময়ে মাঠে গড়াচ্ছে প্রথম ওয়ানডে

করোনা বাধা পেরিয়ে নির্ধারীত সময়ে মাঠে গড়াচ্ছে প্রথম ওয়ানডে

বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানোডে শুরুর চার ঘন্টা আগে খবর আসে দুই খেলোয়াড় সহ শ্রীলঙ্কা শিবিরে মোট তিনজন করোনা পজেটিভ। প্রথম ওয়ানডে নিয়ে শুরু হয় শঙ্কা। এমনকি বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার এবং বাস ড্রাইভার করোনা পজিটিভ হওয়ার খবরও ছড়িয়ে পড়ে। চুড়ান্ত সিন্ধান্তে আসতে ম্যাচের আগে দ্বিতীয় করোনা টেস্টের ফলাফলের অপেক্ষায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল।

সেই পরীক্ষায় ভাস ও উদানার রিপোর্ট নেগেটিভ এসেছে, অর্থাৎ দুজনের আগের রিপোর্ট ছিল ফলস পজিটিভ। তবে এ পরিক্ষায়ও করোনা পজেটিভ হয়েছেন শিরান ফার্নান্দো। তাকে পাঠানো হয়েছে আইসোলেশনে। তবে ম্যাচ নিয়ে শঙ্কা কেটে গেছে। নির্ধারীত সময়েই বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে মাঠে গড়াচ্ছে। বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস। বিসিবি’র চিকিৎসক শাকিল আহমেদও নিশ্চিত করেছেন শিরান ফার্নান্দো ছাড়া বাকি যাদের করোনা পজেটিভ হওয়ার খবর ছড়িয়েছিল তাদের সবার করোনার দ্বিতীয় পরিক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই শঙ্কা কেটে গেছে প্রথম ওয়ানোডে নিয়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দল মাঠের উদ্দেশ্যে ইতিমধ্যে হোটেল ত্যাগ করেছে।

আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ শ্রীলংকা সিরিজের প্রথম ওয়ানডে পুর্ব নির্ধারীত সময়েই অনুষ্টিত হবে। ২৫ মে দ্বিতীয় আর ২৮ মে তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর কথা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। তিন ম্যাচ সিরিজের সব ম্যাচ দুপুর ১টায় শুরু হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password